প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এ পরিস্থিতিতে বাংলার লোকশিল্পী রতন কাহারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাদশা। সোমবার রতন কাহারের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পাঠায় বাদশার টিম। টাকা পেয়ে খুশি প্রবীণ সঙ্গীতশিল্পী।
রতন কাহারের ছেলে শিবনাথ কাহার জানান, 'হ্যাঁ সোমবারই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। খুব ভালো লাগছে যে একজন শিল্পী, আরেকজন শিল্পীকে এই সাহায্য করেছে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি অনেক বড় মনের মানুষ। উনি (বাদশা) যেটা বলেছিলেন, সেই কথা রাখলেন। টাকা পাঠানোর পর আমাদেরকে ফোন করে জানানো হয়, যে পাঠানো হয়েছে। আরও একটা ভালো বিষয়ি উনি (বাদশা) বাবার সঙ্গে একটা গান গাইবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।'
এদিকে লকডাউন কেটে গেলে বাদশাকে সিউড়ির বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়েছেন রতন কাহার।
কয়েক দিন আগে রতন কাহারের ‘গেন্দা ফুল’ গানটি ‘চুরি’র অভিযোগে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হতে হয়েছিল বাদশাকে। বাদশার ‘গেন্দা ফুল’-এ ব্যবহৃত শব্দ নিয়েও আপত্তি জানিয়েছিলেন নেটাগরিকদের একাংশ।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওর মাধ্যমে রতন কাহারের উদ্দেশে বাদশা বলেন, আমি ওই গান রচয়িতার নাম খোঁজার চেষ্টা করেছি অনেক। কিন্তু খুঁজে পাইনি। ২৬ মার্চ আমি জেনেছি রতন কাহারের নাম। আমি জানি উনি এক জন মহান শিল্পী। শুনেছি ওনার অর্থনৈতিক অবস্থাও ভাল নয়। আমি ওনাকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই।’
তবে টাকা দেওয়া হলেও ভিডিয়োতে গানের লেখক ও সুরকার হিসাবে রতন কাহারের নাম দেওয়া এখনও পর্যন্ত হয়নি। শিল্পী রতন কাহার সেই সম্মানও পাবেন, সেই আশা রাখছেন অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।