Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে নিয়ম না মানায় ৪০টি মোটর সাইকেল আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৫:৩৯ পিএম

সরকারের নির্দেশনা না মেনে শহরে অহেতুকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৪০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশে শহরের ঘোষপাড়াস্থ জিরো পয়েন্টে সিনিয়র ট্রাফিক সার্জেন্ট বানিউল আনাম এসব মোটর সাইকেল আটক করেন।
ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার জানান, পুলিশ সুপারের নির্দেশে শহরের প্রবেশ মূখ ত্রিমোহনী, কেতারমোড় ও ধরলাব্রীজে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও শহরের ভিতরে যারা অহেতুক ঘোরাফেরা করছেন তাদের মোটর সাইকেলগুলো আটক করা হচ্ছে। যারা জরুরী প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। অপরদিকে যৌক্তিক কোন কারণ দেখাতে না পারায় ৪০টি মোটর সাইকেল কুড়িগ্রাম সদর থানায় জমা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে সেগুলো প্রকৃত মালিককে ফেরত প্রদান করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ