Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোট আক্রান্ত ১৬৩, মারা গেছে ১৭ জন -আইইডিসিআর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ২:৪৭ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন কোভিড-১৯ সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। আর মৃত্যু হয়েছে আরো ৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৭ জন। মোট আক্রান্তদের অধিকাংশই ঢাকা শহরের বিভিন্ন এলাকার। ১৫ জন নারায়ণগঞ্জের। একজন কুমিল্লা, একজন কেরানীগঞ্জ এবং একজন চট্টগ্রামের। মোট আক্রান্তের ২৮ জন পুরুষ, ১৩ জন নারী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

মৃত ব্যক্তিদের দুই জন ঢাকার এবং বাকিরা দেশের বিভিন্ন এলাকার। মৃতদের ৪ জন পুরুষ এবং একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘন্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৬০৬ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ