Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারী বরাদ্দের ৪র্থ ধাপে সিলেটে এসেছে দু‘শ টন চাল ও দশ লক্ষ টাকা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১:৫৫ পিএম

করোনা মহামারী চলাকালীন সরকারি বরাদ্দের ৪র্থ ধাপে সিলেট জেলায় এসেছে আরও ২০০ টন চাল এবং নগদ ১০ লক্ষ টাকা। বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ। এর আগে সিলেট জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তিন দফায় ২৯ লাখ ৬০ হাজার টাকা এবং ৯২১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। পরে ‘শাটডাউনের’ মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এই সময় সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। গৃহবন্দি দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে সরকারের এ বরাদ্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ