পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে সাটডাউনে কাজ কর্মহীন হয়ে পড়া ৭২ হাজার পরিবারকে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এজন্য তৃতীয় দফায় ১৮ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার থেকে শুরু হয় বিতরণ কার্যক্রম। কর্মকর্তারা বলছেন পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। প্রয়োজনে তালিকাও বাড়ানো হবে।
সিটি কর্পোরেশন এবং ১৬ টি উপজেলার কর্মহীনদের তালিকা করা হচ্ছে। এসব চাল ও অর্থ পাবেন ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশা-ভ্যান গাড়ি চালক, পরিবহন, রেস্টুরেন্ট ও কৃষি শ্রমিক, ফেরিওয়ালা ও চায়ের দোকানদার যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালান। সরকারি সহায়তা ১০ কেজি চাল ছাড়াও খাদ্যপণ্য কেনার জন্য নগদ টাকা দেওয়া হচ্ছে। সঙ্গে অন্যান্য খাদ্যসামগ্রীও। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন জানিয়েছেন, কোনো পরিবার সঙ্কটে থাকলে কন্ট্রোল রুমে ফোন (নম্বর ০১৭০০-৭১৬৬৯১, ০৩১-৬১১৫৪৫) করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ফোন পেলে রাতের বেলায় খাদ্য সহায়তা ঘরে পৌঁছে দেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।