Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা চিকিৎসা : ২৫ কোটি ডলার বিনিয়োগ জিএসকের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৯:০৫ পিএম

করোনাভাইরাসের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে যৌথভাবে কাজ করবে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্ল্যাস্কো-স্মিথক্লাইন (জিএসকে) ও মার্কিন কোম্পানি ভিআইআর বায়োটেকনোলজি। এজন্য ২৫ কোটি ডলার বিনিয়োগ করছে জিএসকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ এপ্রিল) প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।

ভিআইআরের অ্যান্টিবডি নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং জিএসকের জিনোমিক্স দক্ষতা, একাজে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের চিকিৎসায় ওষুধ বা টিকা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বড় ওষুধ তৈরিকারক প্রতিষ্ঠানগুলো।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে করোনাভাইরাসের টিকা আসতে পারে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে এটি ভিআইআরের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। এর আগে গত মাসে বায়োজেনের সঙ্গে করোনা চিকিৎসা উদ্ভাবনে চুক্তি করে প্রতিষ্ঠানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ