বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোভিড-১৯ সন্দেহে হাতিয়া উপজেলায় ১১ বছরের এক শিশুর (ছেলে) নমুনা সংগ্রহ করা হয়েছে। শিশুটির জ্বর, সর্দি কাশি রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার সকালে শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২৯মার্চ থেকে শিশুটি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়। তার পরিবার প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করায়। এর পর অসুস্থ্যতা বাড়তে থাকলে তাকে গত বৃহস্পতিবার চিকিৎসা নিতে হাতিয়া উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, গত শুক্রবার রোগীটি তার কাছে আসে। তার শরীরে অস্বাভাবিক জ্বরের সাথে সর্দি ছিল। তাকে প্রাথমিক ভাবে ব্যবস্থা পত্র দেওয়া হয়েছে। তার শরীরে করোনা ভাইরাস লক্ষন সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে করোনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
হাতিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বিষয়টির নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা শিশুটির নমুনা পাঠিয়েছি। রিপোর্ট হাতে আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।