Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াওবাস এর মাধ্যমে ইচ্ছা পূরণ করল ওয়াওবক্স

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ বাংলাদেশে উদযাপিত উৎসবগুলোর মধ্যে অন্যতম প্রধান উৎসব হল ঈদুল ফিতর। উৎসবের-এ আমেজ দ্বিগুণ বেড়ে যায় যখন আমরা আমাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে পারি। তবে দুর্ভাগ্যবশত এ আনন্দ মুহূর্ত অনেকটাই কমে আসে ভ্রমনের ঝামেলার কারণে। বছরের দুইটি ঈদের মধ্যে, ঈদুল ফিতর কিছুদিন আগেই আমরা উদযাপন করেছি। সময়মত টিকেট না পাওয়া এবং ভ্রমন ভোগান্তি কিছুটা হলেও যাতে কমিয়ে আনা যায়, সে লক্ষ্যে ঈদের এই আনন্দকে দ্বিগুণ করে দিতে ওয়াওবক্স নিয়ে এসেছিল নতুন এক আয়োজন, ওয়াওবাস নামে বিশেষ একটি ঈদ ক্যাম্পেইন। আপনারা যারা ওয়াওবক্স সম্পর্কে এখনও জানেন না তাদের জন্য, এটি হছে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য তৈরি করা একটি লাইফস্টাইল অ্যাপ্লিকেশন যেখানে ফ্যাশন থেকে শুরু করে রেসিপিসহ থাকে আরও অনেক কিছু! ঈদে মানুষকে কোনো ভোগান্তি ছাড়া সহজে গন্তব্যে পৌঁছে দেয়াটাই ছিল এই ক্যাম্পেইনের প্রধান লক্ষ্য। আর সেই উদ্দেশ্যে মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই ছিল ওয়াওবক্সের স্বপ্ন।
ভোটাভুটির মাধ্যমে সিলেট অঞ্চল ক্যাম্পেইনের কাঙ্খিত গন্তব্য হিসেবে নির্ধারিত হয়। এই ভোটের পরে অনুষ্ঠিত হয় একটি ফেইসবুক কন্টেস্ট, যেখান থেকে ৩২ জন বিজয়ী বেছে নিয়ে তাদেরকে সিলেটে পৌঁছে দেয় ওয়াওবক্স, ওয়াওবাসের মাধ্যমে ৩ জুলাই। ঈদ উৎসবে মানুষের মুখে হাসি এনে দিতে সাথে আরও ছিল ওয়াওবক্সের গিফট হ্যাম্পার। এছাড়াও প্রাণের পক্ষ থেকে উপহার হিসেবে বাসে ভ্রমণকারীদের জন্য ছিল বিশেষ গিফট হ্যাম্পার। ওয়াওবক্স প্রায়শই-এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে যার লক্ষ্যই হল আপনাদের জীবনে হাসি এনে দেয়া। তাই সবসময় চোখ রাখুন ওয়াওবক্সে আমাদের পরবর্তী প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং অংশগ্রহণ করতে। আর ওয়াওবক্স না থাকলে আজই ডাউনলোড করুন গুগল প্লে-স্টোর থেকে, অথবা ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াওবাস এর মাধ্যমে ইচ্ছা পূরণ করল ওয়াওবক্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ