পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সন্ধ্যা ৬টার পর থেকে মুদি ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধের আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
গতকাল রোববার এক বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ ছুটি বাড়িয়েছে, বিজিএমইএ ও বিকেএমইএ সব কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের ঘরে থাকা অত্যন্ত জরুরি। তাই শতবর্ষী চিটাগাং চেম্বারের পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে মুদি ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে হাটবাজারও সন্ধ্যার পর বন্ধ রাখতে হবে।
চেম্বার সভাপতি ব্যবসায়ী, দোকানিসহ সবাইকে বিশ্বস্বাস্থ্য সংস্থা, সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষাবিধি মেনে চলার পাশাপাশি কর্মহীন পেশাজীবী, অসহায়, নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।