Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে তাবলীগ মুসল্লি হোম কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

নগরীতে তাবলীগ জামাতের এক মুসল্লিকে হোম কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বায়েজিদ থানা এলাকায় অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

জানা যায়, ৫৯ বছর বয়সী ওই মুসল্লি বায়েজিদের বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র কলোনিতে স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে ভাড়ায় থাকেন। ওই মুসল্লি ঢাকার সাভার, সিলেট, পঞ্চগড় ও চট্টগ্রামের কয়েকটি মসজিদে তাবলীগ জামাতের সঙ্গে প্রায় এক মাস ঘুরে গত শনিবার বাসায় ফিরেন। তিনি দীর্ঘ সময় কয়েকটি জেলা ঘুরে বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছেন, তাই এলাকাবাসির নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে এবং তার স্ত্রী-মেয়েকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ