পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ত্রাণ বিতরণের সময় কে আমার ভোটার, কে আমার আত্মীয়- এসব চিন্তা না করে সবার জন্য ত্রাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় তিনি এ আহ্বান জানান।
শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশের অনেক জায়গা থেকে সাধারণ নাগরিকরা এসে চট্টগ্রামে কাজ করছেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট- সীতাকুন্ড, ভাটিয়ারি, কালুরঘাট এলাকায় অনেক নিম্নবিত্ত মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
এ অবস্থায় কে স্থানীয় ভোটার, কে ভোটার না- সেটা কোনোভাবেই যাতে আমরা বিবেচনায় না আনি। এটা যদি বিবেচনায় নিই তাহলে আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর স্বার্থে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যে ঘোষণা দিয়েছেন সেটা ব্যাহত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্ব সভায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।