পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা রোগীদের আইসিইউ সুবিধাসহ চিকিৎসার জন্য নগরীর বেসরকারি ১২টি হাসপাতালকে পর্যায়ক্রমে প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে তিনটি হাসপাতাল প্রস্তুত হয়েছে। এ তিনটি হলো- পার্কভিউ, মেডিক্যাল সেন্টার এবং ইম্পেরিয়াল হাসপাতাল।
এছাড়া দ্বিতীয় পর্যায়ে সার্জিস্কোপ (ইউনিট ২), ডেল্টা এবং সিএসটিসি হাসপাতাল। তৃতীয় পর্যায়ে সিএসসিআর, ন্যাশনাল ও এশিয়ান হাসপাতাল এবং চতুর্থ পর্যায়ে রয়েল, মেট্রোপলিটন ও ম্যাক্স হাসপাতালের আইসিইউ সুবিধা ব্যবহার করা হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, করোনা মোকাবেলায় আমরা নগরীর ১২টি হাসপাতাল বেছে নিয়েছি। যদি করোনা রোগীদের আইসিইউ সুবিধা প্রয়োজন হয় তাহলে এসব হাসপাতালের আইসিইউ ব্যবহার করা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।