Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোকান বন্ধের নির্দেশনা স্বতঃস্ফূর্ত ভাবে কার্যকর হলো সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৬:৫৭ পিএম

কার্যকর হয়েছেন ফার্মেসী ব্যতীত দোকনপাঠ বন্ধ রাখা নির্দেশনার। ইতিহাসে হয়তো প্রথমই দিনের বেলা সূর্যের আলোতে দোকান বন্ধের কোন নির্দেশনা একসাথে বলবৎ হলো। মানবকল্যানে এই বন্ধ নির্দেশনার ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঘড়ির কাটায় যখন বিকেল ৫টার দিকে ধাবিত হচ্ছে এর মধ্যে দোকানীরা প্রস্তুতি নিচ্ছেন দোকান বন্ধের। ঠিক তাই হলো। গ্রাম শহর হাট বাজার সর্বত্রই দোকান বন্ধের ব্যতিক্রমী এক নজির দেখা গেল। করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষায় সাধারন মানুষদেও ঘরমুখো করতে এমন সিদ্ধান্তের প্রতি মানুষের ইতিবাচক সাড়া সত্যই বিরল এক দৃষ্টান্ত।
নগরীর ব্যস্ততম জিন্দাবাজার, বন্দর বাজার, আম্বরখানা, লামা বাজার, রিকাবী বাজার, মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, কদমতল সহ বেশীরভাগ জায়গায়। ঔষধের দোকান ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সকল দোকান বন্ধ হয়ে যায় ঠিক ৫টা বাজার আগেই। দোকানীরাও সিলেট জেলা প্রশাসনের নির্দেশ ্ও দি সিল্টে চেম্বার অব কমার্স ইন্ডা: আহবানে সাড়া দেয় স্বর্তস্ফূর্তভাবে। দোকানপাট বন্ধ করা হবে এমন নির্দেশনা কানে আসার পরই নগরবাসী প্রয়োজনীয় বাজার করতে দেখা গেছে বেশ আগেভাগেই।



 

Show all comments
  • **হতদরিদ্র দিনমজূর কহে** ৫ এপ্রিল, ২০২০, ৭:৫৫ পিএম says : 0
    আমি একজন ডেকোরেটর দিনমজুর এ ছাড়া অন্যকোন কাজ যানিনা।গ্রামে অনুষ্ঠানাদি বন্ধ।মালিকের মাথায় হাত। কালদিনে এ কাজের চাহিদা।বর্ষাকালে কাজ থাকেনা।এখন থেকে আমাদের খ্খুধার মাতম।ধার দেনা ও পাওয়া যায়না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ