পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা ভাইরাসের উপসর্গ থাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছেন। তবে ইতোমধ্যে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ পাওয়া গেলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য পরিচালিত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি-কাশি নিয়ে ভর্তি পাঁচজনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভে এলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের সবাই শারীরিক অবস্থা উন্নতির দিকে।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার বলেন, ওই পাঁচজনের জ্বর, সর্দি-কাশির মতো করোনা ভাইরাসের উপসর্গ ছিল, বর্তমানে তারা ভালো আছেন। আইইডিসিআর এর মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় প্রত্যেকের নেগেটিভ এসেছে। তাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ নেই।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রেক্ষাপটে বিগত দিনের তুলনায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। সেবা নিতে আসা বেশিরভাগই জ্বর, সর্দি-কাশির রোগী।
এ বিষয়ে ডা. মনোয়ার আরো বলেন, করোনা ভাইরাস আতঙ্কে তুলনামূলক বেশি সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসছেন। করোনা দুর্যোগকালীন এ পরিস্থিতি সামলাতে জ্বর, সর্দি-কাশি নিয়ে আসা রোগীদের জন্য আলাদা ২৪ ঘণ্টা সেবা চালু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।