Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির দায়ে ২ যুবকের কারাদণ্ড

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্যাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জাহিদ খন্দকার(১৬) ও একই গ্রামের পলাশ মণ্ডলের ছেলে মুরাদ মণ্ডল (১৬)। সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, স্থানীয় কিশামত শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী এবং ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন জাহিদ ও মুরাদ। আজ মঙ্গলবার সকালে এক ছাত্রীকে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে জাহিদ ও মুরাদ উত্ত্যক্ত করতে করতে বিদ্যালয়ের গেট পর্যন্ত আসেন। এসময় সে বিষয়টি তার স্কুলের শিক্ষকদের জানালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ