Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী করোনা ল্যাবে ২২ নমুনা

নার্সসহ ১২ হাসপাতাল

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

রাজশাহী মেডিকেল কলেজের করোনা শনাক্ত ল্যাবে গতকাল শনিবার নতুন আরও ২২ জনের নমুনা এসেছে। এর মধ্যে ১৯টি এসেছে পাবনা থেকে । অন্য তিনটি রাজশাহীর। রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ তথ্য জানিয়ে বলেন, শনিবার আমরা ২২টি নমুনা পেয়েছি, আরও পেতে পারি। তবে একদিনে আমরা সর্বোচ্চ ৮ জনের নমুনা নিয়ে কাজ করতে পারবো। আমরা এ পর্যন্ত ৭ জনের নমুনা পরীক্ষা করে ঢাকায় জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তবে রাজশাহীতে এখনও করোনা আক্রান্ত কোনো রোগি পাওয়া যায়নি।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বলেন, ল্যাব স্থাপনের পর শুক্রবার আমরা কোনো নমুনা পাইনি। তবে শনিবার সকালে ২২টি নমুনা সংগ্রহ করেছি। সেগুলো নিয়ে কাজ শুরু করা হয়েছে। ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষা শেষে প্রতিবেদন তৈরি করে ঢাকায় পাঠানো হবে। করোনা সন্দেহে নার্সসহ ১২ হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন নার্সসহ ১২ জন করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার হাসপাতালে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিকিৎসকরা।
চিকিৎসাধীনদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ নারী। তাদের বেশিরভাগেরই বর্তমান অবস্থার উন্নতি হয়েছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তবে তিনজন পুরুষ ও নার্সকে পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও করোনা চিকিৎসক সমন্বয় কমিটির আহবায়ক আজিজুল হক আজাদ। ওই নার্স গত ১০ দিন ধরে জ্বরে ভুগছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ