পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের মাদরাসা শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে চলছে ত্রাণ বিতরণ। করোনাভাইরাসের সংক্রামণ রোধে সরকারি নির্দেশে সকল প্রকার গণযোগাযোগ ও বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ। চলছে লগডাউন। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এসব দরিদ্র ও কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে জমিয়াতুল মোদার্রেছীন। দেশের বিভিন্ন অঞ্চলে চলছে জমিয়াতুল মোদার্রেছীন উদ্যোগে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম।
এ বিষয়ে আমাদের সংবাদদাদের পাঠানো প্রতিবেদন-
রাজশাহী ব্যুরো জানায়, জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ মোমতাজীর সহযোগিতায় রাজশাহীতে দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, সাবান, পিয়াজ ও আলু গতকাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, মদীনাতুল উলুম কামিল মাদরাসা রাজশাহীর প্রতিষ্ঠাতা, রাবির অধ্যাপক ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী। কেন্দ্রীয় যুগ্নমহাসচিব রাজশাহী জেলা জমিয়াতের সম্পাদক, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহীর অধ্যক্ষ মো. মোকাদ্দাসুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা রাজশাহী। রাজশাহী জেলা, জমিয়াতের সহসভাপতি, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা অধ্যক্ষ এইচ এম শহীদুল ইসলাম।
বগুড়া ব্যুরো জানায়, জমিয়াতুল মোদার্রেছীনের অর্থায়নে ও বগুড়া জেলা শাখার সহযোগিতায় কর্মহীন বিপুল সংখ্যক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হল বগুড়ায়।
গতকাল শনিবার বেলা ১১ টায় বগুড়ার ঠনঠনিয়া নুরুল আরা নুর ফাযিল মাদরাসা প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আ.লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান মজনু।
বিতরণকালে সংগঠনের বগুড়া শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই বারী, সেক্রেটারি মাওলানা রাগেব হাসান ওসমানী, বগুড়ার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, বগুড়া পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহি, সংগঠনের জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা রেজাউল বারী, শিবগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দি, ধুনট উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, কাহালু উপজেলার সেক্রেটারি মাওলানা এবিএম হাফিজুর রহমান, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা আ.ন.ম. ইয়াহিয়া, নন্দীগ্রাম উপজেলা সেক্রেটারি আব্দুল মান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও সাবানসহ খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট পেয়ে খুশিতে ঝলমল করে ওঠে সবারমুখ।
লক্ষীপুর জেলা সংবাদদাতা জানান, জমিয়াতুল মোদার্রেছীন লক্ষীপুর জেলা শাখার পক্ষ থেকে গতকাল শনিবার সকাল ১১টায় রায়পুর কামিল মাদরাসায় হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, গরিব, কর্মহীন মুসল্লিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের লক্ষীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আ ন ম নিজাম উদ্দিন, রায়পুর শাখার সভাপতি মাওলানা আ. আজিজ মজুমদার, সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, গতকাল শনিবার জমিয়াতুল মোদার্রেছীনের সহযোগিতায় ফরিদপুর জেলা শাখার উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত অসহায়, দুস্থ মানুষের মাঝে ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসায় ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সকলকে সচেতন করেন ফরিদপুর জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা মো. আবু ইউছুফ মৃধা। এ এছাড়াও ত্রাণ বিতরণীতে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি মো. আসাদুজ্জামান, ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আনিসুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।