পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর দক্ষিণখান মিয়াপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ের মধ্যে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পার্শ্ববর্তী একটি বাড়িতে পড়ে মুমন্ত খাইরুন্নেসা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় নিহতের নাতনী ও ছেলের বউও আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলা থেকে ইটের গাঁথনি দেয়া একটি দেয়াল ধসে নিচের টিনশেড বাড়িটিতে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার সঙ্গে থাকা নাতনী ও ছেলের বউও এতে আহত হন।
এলাকার বাসিন্দা বোরহান উদ্দিন সজিব জানান, যে বাড়িটিতে ভবনের দেয়াল ধসে পড়ে তা টিনশেড। ওই বাড়িটির পাশেই নিয়মনীতির তোয়াক্কা না করে এক সমিতির উদ্যোগে ৮তলা একটি ভবন নির্মাণের কাজ চলছে। গত বৃহস্পতিবার নির্মাণাধীন ওই ভবনের পাচ তলা থেকে ইটের গাঁথনি একটি দেয়াল ধসে নিচের টিনশেড বাড়িটির উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই খাইরুন্নেসা মারা যান। তার সঙ্গে থাকা নাতনী ও ছেলের বউও আহত হন। দক্ষিণখান থানার এসআই প্রদীপ কুমার তরফদার জানান, নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে দেয়াল ধসে নিচের টিনের চালা ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। পরে ঘুমন্ত খাইরুন্নেসা নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। পরে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওইয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।