বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন এক রোগী। রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার সন্ধ্যায় করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকরা তাকে খুঁজে পাননি। করোনা সংক্রমিত কিনা, তা নিশ্চিত হতে টেস্টের উদ্যোগ নিয়েছিলেন চিকিৎসকরা।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, রামেকের করোনা ল্যাবে বগুড়ার দু’জন এবং রাজশাহীর একজন সন্দেহভাজন রোগীর করোনা উপসর্গ টেস্ট করার কথা ছিল বৃহস্পতিবার। এর মধ্যে বগুড়ার রোগীদের নমুনা সংগ্রহ করে ল্যাবে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন ওই পুরুষ রোগীর নমুনা সংগ্রহের জন্য টেকনিশিয়ানরা যান।
তারা ওয়ার্ডে গিয়ে রোগীকে খুঁজে পাননি। এ কারণে তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। জানা যায় রোগী নিয়মমতো ছাড়পত্র না নিয়েই হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। কীভাবে পালালেন তা ওয়ার্ডের কেউ বলতে পারেননি
ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান বলেন, শুনেছি সন্দেহভাজন ওই রোগীকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারাই তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।