পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে লোকজনকে ঘরে থাকার কঠোর নির্দেশনা দিলেও মানছেন না কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের লোকজন। জনসমাগম ঠেকাতে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য হাট-বাজার বন্ধ ঘোষণা করলেও সরেজমিনে দেখা যায়, ছাতিরচর বাজারে শত শত দোকান নিয়ে বসেছে ব্যবসায়ী ও কৃষকরা।
দেশের বিভিন্ন শহর থেকে লোকজন গ্রামের বাড়িতে ফিরে আসায় এলাকায় বেড়েছে মানুষের সংখ্যা। বাজারেই তাদের আড্ডাস্থল। সিংপুর, দামপাড়া ও নিকলী নতুন বাজারেও একই চিত্র। এসব হাটে স্থানীয় দোকানদারদের দোকান খুলে মালামাল বিক্রি করতে দেখা যায়।
নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী জানান, ছাতিরচর একটি রিমোট এলাকা তথাপি পুলিশ প্রশাসন বার বার সেখানে যাচ্ছে কিন্তু এলাকাবাসী সচেতন হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।