Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা শহরে পুলিশ পরিচয়ে চার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের এক কলেজ শিক্ষকসহ চার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে দুটো’র মধ্যে পুলিশ পরিচয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় অস্ত্রের মুখে পরিবারের লোকজনদের জিম্মি করে নগদ ৭৮ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও দামী মোবাইল ফোন নিয়ে গেছে।
সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং পুরাতন সাতক্ষীরার বাসিন্দা আব্দুল হামিদ জানান, আনুমানিক রাত দুটোর দিকে ৮/১০ জনের একটি ডাকাতদল প্রথমে তার ২য় তলা বাড়ির নীচ তলার ক্লপসিকল গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা উপরে উঠে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পুলিশের কথা শুনে তিনি দরজা খুলে দেন। ডাকাতরা তাকে বেঁধে ফেলে গলায় ছুরি ধরে। পরে তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে তাকেও ডাকাতরা বেধেঁ ফেলে। এরপর ডাকাতরা ঘরের আলমারি ভেঙ্গে নদগ ২৪ হাজার টাকা ও আনুমানিক আটভরি ওজনের স্বর্ণালংকার এবং একটি দামী মোবাইল ফোন নিয়ে যায়।
তিনি আরো জানান, তার বাড়িতে ডাকাতি হওয়ার আগে তারই প্রতিবেশী মৃত আব্দুর রশিদের তিন ছেলে রবিউল, রেজাউল ও রাজিউলের বাড়িতে ডাকাতরা হানা দেয়। পুলিশ পরিচয়ে ওই তিন সহোদরের বাড়ি থেকে তারা ৫৪ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা।
শিক্ষক আব্দুল হামিদ জানান, এ ব্যাপারে তিনি সাতক্ষীরা থানায় মামলা দায়ের করবেন।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরার জন্য চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ