বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের সন্ত্রাসী হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করেছে আইএস সমর্থকরা। ঐতিহাসিক বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ভূমধ্যসাগর তীরবর্তী নিস শহরে এক আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হওয়া মানুষদের ওপর ট্রাক চালিয়ে দিয়ে এই হামলা করা হয়। এতে অন্তত ৮৪ জন নিহত হন এবং আরো শতাধিক লোক আহত হয়। এই হামলায় উল্লাস প্রকাশ করে এক আইএস সমর্থক টুইট করেছে, ফ্রান্সের নিস শহরে নিহত ক্রসেডার ও অবিশ্বাসীদের সংখ্যা ৬২তে পৌঁছেছে...আল্লাহ মহান, আল্লাহ মহান''। প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনার প্রায় ৮ মাস আগে আইএস জঙ্গিরা প্যারিসে হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করে। উল্লেখ্য, কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ছাড়াই গত রোববার ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্ট শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ফ্রান্স। কিন্তু সেই স্বস্তি উবে গেল নিসের এই হামলায়। বিবিসি, রয়টার্স, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।