Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ কোটি দিনমজুরের ৩-৬ মাসের খাদ্যের ব্যবস্থা করার দাবি নাগরিক ঐক্যের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর অব্যবস্থাপনার কারণে দেশ সঙ্কটময় অবস্থায় পড়েছে। এ অবস্থায় যেন দেশের নিম্ন আয়ের মানুষজনকে বাঁচিয়ে রাখা যায় সে বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছে নাগরিক ঐক্য। দলটির আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দিন আনে দিন খায় ৬ কোটির অধিক মানুষকে আগামী ৩-৬ মাস খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন বাজেট থেকে ব্যয় কমিয়ে করতে হবে। বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোন প্রকল্প হতে পারে না। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, যেটুকু সহায়তা দরিদ্র মানুষের জন্য যাচ্ছে তাতে সরকারদলীয় স্থানীয় প্রভাবশালীদের চুরি, কম দেয়া, সহায্যের চাল-গম বাইরে বিক্রি করা হচ্ছে। এ নিয়ে কথা বলায় সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। মানুষ এই কার্যক্রমের তদারকির জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপ আশা করছে। দুর্যোগের এ সময়ে সকল দলকে এক হয়ে কাজ করতে হবে। আর উদ্যোগ নিতে হবে সরকারকেই।

নাগরিক ঐক্যের আহবায়ক বলেন, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক ব্যবস্থা না নিলে বাংলাদেশে ২০ লাখ মানুষের মুত্যু হতে পারে। একটি বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতিকে সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধে যথেষ্ট প্রস্তুতি না নেয়া, অন্যান্য দেশের মতো করোনা শনাক্তের ব্যবস্থা করতে না পারা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিপিইসহ প্রয়োজনীয় উপকরণ না দিতে পারা, চিকিৎসার অভাবে হাসপাতালে ঘুরে ঘুরে মৃত্যুর মুখে পড়া, দুর্নীতি-পাচার-তথাকথিত ভাগবাটোয়ারার উন্নয়নসহ এতো অভিযোগ সরকারের এ মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষের কাছ থেকে বেরিয়ে আসছে যে, দ্রুত মানুষকে বাঁচার ব্যবস্থা না করতে পারলে একটি দুর্ভিক্ষ, জনবিস্ফোরণ, দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কার করছি।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে মেডিকেল টিম করে ২৪ ঘণ্টা পরামর্শ সেবা, হ্যান্ড স্যানিটাইজার ও ত্রাণ সমগ্রী বিতরণেরও কথা জানান তিনি।

৬ কোটি দিনমজুরের ৩-৬ মাসের খাদ্যের ব্যবস্থা করার দাবি নাগরিক ঐক্যের
স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর অব্যবস্থাপনার কারণে দেশ সঙ্কটময় অবস্থায় পড়েছে। এ অবস্থায় যেন দেশের নিম্ন আয়ের মানুষজনকে বাঁচিয়ে রাখা যায় সে বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছে নাগরিক ঐক্য। দলটির আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দিন আনে দিন খায় ৬ কোটির অধিক মানুষকে আগামী ৩-৬ মাস খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন বাজেট থেকে ব্যয় কমিয়ে করতে হবে। বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোন প্রকল্প হতে পারে না। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, যেটুকু সহায়তা দরিদ্র মানুষের জন্য যাচ্ছে তাতে সরকারদলীয় স্থানীয় প্রভাবশালীদের চুরি, কম দেয়া, সহায্যের চাল-গম বাইরে বিক্রি করা হচ্ছে। এ নিয়ে কথা বলায় সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। মানুষ এই কার্যক্রমের তদারকির জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপ আশা করছে। দুর্যোগের এ সময়ে সকল দলকে এক হয়ে কাজ করতে হবে। আর উদ্যোগ নিতে হবে সরকারকেই।

নাগরিক ঐক্যের আহবায়ক বলেন, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক ব্যবস্থা না নিলে বাংলাদেশে ২০ লাখ মানুষের মুত্যু হতে পারে। একটি বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতিকে সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধে যথেষ্ট প্রস্তুতি না নেয়া, অন্যান্য দেশের মতো করোনা শনাক্তের ব্যবস্থা করতে না পারা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিপিইসহ প্রয়োজনীয় উপকরণ না দিতে পারা, চিকিৎসার অভাবে হাসপাতালে ঘুরে ঘুরে মৃত্যুর মুখে পড়া, দুর্নীতি-পাচার-তথাকথিত ভাগবাটোয়ারার উন্নয়নসহ এতো অভিযোগ সরকারের এ মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষের কাছ থেকে বেরিয়ে আসছে যে, দ্রুত মানুষকে বাঁচার ব্যবস্থা না করতে পারলে একটি দুর্ভিক্ষ, জনবিস্ফোরণ, দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কার করছি।

নাগরিক ঐক্যের পক্ষ থেকে মেডিকেল টিম করে ২৪ ঘণ্টা পরামর্শ সেবা, হ্যান্ড স্যানিটাইজার ও ত্রাণ সমগ্রী বিতরণেরও কথা জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ