Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে কার্যক্রম চালু রাখায় ২টি ইটভাটা বন্ধ করলেন ইউএও

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৬:২৬ পিএম

করেনার মধ্যেও রামগঞ্জে ইটভাটা কর্যক্রম চালু রাখায় ২টি ইটভাটা বন্ধকরলেন ইউএও।
বৃহস্পতিবার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে মদিনা ইটভাটা ও জেবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ইটভাটা গুলি বন্ধ করে দেয়।
জানা যায়, দেশের এ দূর্যোগময় সময় উপজেলাব্যপি ব্রীকপফিল্ড গুলো করার্যক্রম চালু রেখে আসছে। আজ অভিযান চলাকালে দেহলা গ্রামে মদিনা ইটভাটার মালিক অামির হোসেন ডিপজল ও জেবিএম ইটভাটার মালিক জাহাঙ্গীর হোসেনকে সরকারী নির্দেশনা অমান্য করে শত শত লোকজন নিয়ে ইটভাটার কার্যক্রম চালু রাখায় এবং অবৈধ ট্রলি দিয়ে ফসলি জমির টপসয়েল ও মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়ে খালের পাড়ের মাটি কেটে নিয়ে আসায় অভিযান পরিচালনা করে ইটভাটা ২টি বন্ধ করে দেয়া হয়।
নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরবর্তিতে এ ইটভাটা ২টি ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ