Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা সন্তোষজনক নয়

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা সন্তোষজনক নয়। করোনা আতঙ্কগ্রস্ত মানুষ দিশেহারা। করোনা আক্রান্তরা নিজে ইচ্ছে করে আক্রান্ত হয়নি। কাজেই তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ঠান্ডা ও কাঁশি রোগী দেখলেও মানুষ চোখ বাকা করে তাকায়। এজন্য মানুষ বেশি আতঙ্কিত। মানুষের মনের ভয় ভাঙ্গতে সরকারকে আরো উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, করোনাভাইরাসের মহামারীতে দুর্দশাগ্রস্থ পরিবারকে সবদিকে থেকে সহায়তা করা সকলের মানবিক দায়িত্ব। পীর সাহেব বলেন, করোনাভাইরাস থেকে বেঁচে থাকার উপায় উপকরণ নেই বললেও চলে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে বিশেষজ্ঞরা মুখ খুলছেন। রোগীর সংখ্যা বাড়লে ডাক্তারদের নিরাপত্তা কী হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা প্রকাশ করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ