পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক নারী ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করেন। গত মঙ্গলবার ফেসবুক লাইভে খাবারের জন্য আবেদন করার পর গতকাল সকালেই ওই বাসায় চাল-ডাল নিয়ে হাজির হয় পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক নারী ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে বলেন, ‘আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি।’ তার এই আর্তনাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে একই দিন রাত ২টায় এই বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসির নজরে আসে। এরপর ব্যক্তিগত উদ্যোগে ওই নারীর বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
যাত্রাবাড়ী থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি নজরে আসার পর আমি বুধবার সকালে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল নিয়ে ওই বাসায় যাই। সেখানে গিয়ে দেখি ছোট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ওই ভদ্রমহিলা।
ওই নারী সাংবাদিকদের বলেন, আমি কল্পনাও করিনি ওসি নিজেই আমার বাসায় চাল-ডাল নিয়ে আসবেন, তাও এত দ্রুত সময়ে। ছোট ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে এখানে বসবাস করছি। পুলিশের এমন উদারতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।