বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহামারী করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষায় লকডাউনের মধ্যে ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও ভয়েস বাংলা ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান রেদওয়ান খাঁন বোরহান।
আজ সকালে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে ওয়ারলেস এলাকায়, অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, বিতরণ করা হয়। করোনার প্রভাব যতদিন থাকবে এই ত্রাণ ব্যবস্থা চালু থাকবে বলেও জানান রেদওয়ান খান বোরহান।
জানতে চাইলে বোরহান বলেন, দেশের এই দুর্যোগের সময় ও জননেত্রী শেখ হাসিনার আমলে যাতে করে কোনো মানুষকে যেন অনাহারী থাকতে না হয়, এই লক্ষে গত ২৭ মার্চ থেকে চাঁদপুর ৩ আসনের (চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা) প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ, ১০০ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যাতে করে অসহায় ও অসচ্ছল মানুষ যেন দু বেলা দু’মুঠো ভাত খেয়ে থাকতে পারে, তার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সাহায্য ও সামর্থ্য নিয়ে সুস্থ থেকে জনগনের সেবায় নিয়োজিত থাকতে পারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।