বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের জয়দেবপুরস্থ ছয়দানা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে ‘ম্যাট্রিক্স গার্মেন্ট’ নামের ওই সুয়েটার কারখানার আট তলা ভবনে আগুন লাগে। এরপর টঙ্গী ও আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে ভবনের অষ্টম তলায় আগুন লাগলেও অন্য তলায় ছড়াতে পারেনি। কিভাবে ওই কারখানায় আগুন লেগেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে গার্মেন্টে আগুন লাগার কারণে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।