Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে র‌্যাবের অভিযান অব্যাহত, ৯টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা সীমান্তের কালাপানি এলাকায় র‌্যাবের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশের সূত্র থেকে জানা গেছে গত ২৪ ঘণ্টায় ২টি স্নাইপার রাইফেল ও বিমান বিধ্বংসী কামানের অংশবিশেষসহ ৯টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে।
এর আগে গতকাল র‌্যাবের পক্ষ থেকে ৪৩হাজার গোলাবারুদ ও ৭টি ভারী অস্ত্র উদ্ধারের কথা দাবী করা হয়েছিল। এ নিয়ে অত্যাধুনিক অস্ত্রের উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ১৬তে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিছ জানায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব ওই এলাকা কর্ডন করে রেখে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে অস্ত্র উদ্ধারের ব্যাপারে নালিতাবাড়ী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ