Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্টারনেটের ডাটা ব্যবহার করোনার ছুটিতে বেড়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিতে সারাদেশে। সঙ্কটকালীন এই মুহূর্তে সকলকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। বেশিরভাগ মানুষই অবস্থান করছেন বাসা-বাড়িতে। সার্বক্ষণিক চোখ বিশ্ব করোনা পরিস্থিতির ওপর। জানছেন সর্বশেষ অবস্থা।

বিনোদনের জন্য সময় কাটাচ্ছেন ফেসবুক, ইউটিউব, টেলিভিশনের মাধ্যমে। এর ফলে বেড়ে গেছে ইন্টারনেটের ডাটার ব্যবহারও। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) জানিয়েছে, এই ছুটিতে বাসাবাড়িতে ইন্টারনেট ডাটা ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইন্টারনেট ব্যান্ডউইডথ চাহিদা বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি এম এ হাকিম জানান, ছুটি শুরু হওয়ার পর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন এসব অফিসে যে ডাটা ব্যবহার হতো তা এখন হচ্ছে না। তবে বাসা-বাড়িতে আগের তুলনায় ৫০ শতাংশ ডাটার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। টেলিযোগোযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসেবে গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৫৭ লাখ ৪৩ হাজার।

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির বলেন, সাধারণত ছুটিতে ইন্টারনেট ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। তবে এবার ছুটিতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। এবারের ছুটিতে ইন্টারনেট ব্যান্ডউইডথ চাহিদা ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বতর্মান সময়ে বাসা-বাড়িতে ভিডিও স্ট্রিমিং বেশি হচ্ছে, ইউটিউব বা ভিডিও কনফারেন্সে যাচ্ছে ব্যবহারকারীরা। এসব কারণেই এ চাহিদা বৃদ্ধি পেয়েছে।

দেশে বর্তমানে প্রায় এক হাজার ৭০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হচ্ছে জানিয়ে সুমন জানান, চাহিদা বাড়লেও ব্যবহারীকারীদের কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ দেশে দুটি সাবমেরিন কেবল সংযোগ ও ৬টি আইটিসি রয়েছে।

এদিকে ব্রডব্যান্ডের মতো মোবাইল ফোন ইন্টারনেটের ব্যবহারও বেড়েছে। ছুটি শুরু হওয়ার পর মোবাইল ডাটা ২১ শতাংশ বেড়ে গেছে বলে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। বাংলালিংকের সিনিয়র ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশনস) আংকিত সুরেকা বলেন, গ্রাহকদের ডেটা ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিকভাবে তা খুব উল্লেখযোগ্য নয়। গ্রাহকদের চাহিদা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় ও গ্রাহকদের সুবিধার্থে কিছু প্যাকেজের দাম আমরা প্রায় ৪০ শতাংশ কমিয়ে দিয়েছি। এছাড়াও দ্বিগুণ ডাটা বোনাস অফারের সময়ও বাড়িয়েছি। ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোবাইল ফোন ইন্টারনেটের গ্রাহকের সংখ্যা ৯ কোটি ৪২ লাখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ