বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে আমদানি পণ্য ছাড় ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সুবিধা দিতে ১০ দফা সুপারিশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। চেম্বার সভাপতি মাহবুবুল আলম গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরিত পত্রে এ সুপারিশ করেন।
তিনি চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত ওষুধ, চিকিৎসা সামগ্রী, ভোগ্যপণ্য, বিভিন্ন ফল-মূল বিশেষ করে এ সময় প্রয়োজনীয় ভিটামিন সি সমৃদ্ধ মালটা, কমলা ইত্যাদি ছাড়করণে জরুরি ব্যবস্থা নেয়ার প্রস্তাব করেন। এসব পণ্যে কোনপ্রকার জীবাণু আছে কিনা তা নিশ্চিতে পরীক্ষা করারও সুপারিশ করেন।
একই সাথে বন্দরের সমুদয় চার্জ মওকুফ, শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ, পানি, বকেয়া বিল সারচার্জবিহীনভাবে পরিশোধ, সব ধরনের ভ্যাট অব্যাহতিসহ বেশকিছু সুপারিশ তুলে ধরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।