Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে পিপিই দিচ্ছে কেডিএস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১১:৩৭ এএম

দেশের অন্যতম পোশাক রফতানি প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের উদ্যোগে
করোনা চিকিৎসায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়েছে।
হাসপাতালের পাশাপাশি নগর পুলিশের দক্ষিণ জোনের কর্মকর্তাদেরও পিপিই বিতরণ করা হয়। হাসপাতালগুলোতে গিয়ে কেডিএস গ্রুপের কর্মকর্তারা পিপিই পৌঁছে দেন।
কেডিএস থেকে পিপিই প্রাপ্ত হাসপাতালগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ হসিপটাল, সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, রয়েল হাসপাতাল ও সারজিস্কোপ হাসপাতাল।
কেডিএস গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান সাইফুল আবেদীন এবং বিজ্ঞাপন ও বিপণন বিভাগের প্রধান সাজ্জাদ আল মামুনের সমন্বয়ে গঠিত একটি টিম হাসপাতালের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিকট এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ