Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় চার শতাধিক হোম কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০০ এএম

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন আরো চার শতাধিক। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট-
যশোর ব্যুরো : যশোরে ২৪ ঘণ্টায় ব্যবধানে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো ৮৩ জন। তবে অন্যান্যদিনের চেয়ে তুলনামূলক কম। এই নিয়ে হেম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ২৩১৭জন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত তিনমাসে মাসে বিদেশ থেকে যশোরে ফেরা প্রায় ৫ হাজার ব্যক্তির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এর সংখ্যা মার্চ মাসেই ৩হাজার ৯৪৭ জন।

বরিশাল ব্যুরো : দক্ষিণাঞ্চলে দেড় সহস্রাধীক প্রবাসী সুস্থ্যবস্থায় হোম কোয়ারেন্টাইন শেষ করার মধ্যেই আরো প্রায় ৩ হাজার কোয়রেন্টাইনে রয়েছে। এরমধ্যে সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘণ্টায় নতুন করে যুক্ত হয়েছেন ১৪জন। তবে এখনো এ অঞ্চলের ৬টি জেলায় করোনা আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন। সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় মোট দু হাজার ৮২৪ জন বিদেশ ফেরত মানুষ হোম কোয়ান্টোইনে ছিল। যার মধ্যে পূর্ববর্তি ২৪ ঘন্টায় যুক্ত হয়েছেন ১৪জন। এছাড়া ১ হাজার ৫১৪ জন সুস্থবস্থায় হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন বলেও জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। যার মধ্যে বরিশাল মহানগরীর রয়েছেন ৮জন।

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে করোনা সংক্রমিত সন্দেহে এক যুবককে আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। ওই যুবকের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। তবে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনের আওতায় আসা ব্যক্তির সংখ্যা কমেছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগের আট জেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে এসেছে ১৩১ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় জানিয়েছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের আওতায় আসে ৬ হাজার ৮৪০ জন। তবে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া থেকে পেয়েছেন ৩ হাজার ৩০৯ জন।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় সোমবার দুপুর পর্যন্ত ২৫৪২ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ১৫২ জন এসেছেন। হোমকোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার পর ছাড়পত্র পেয়েছেন ২৪৫ জন।

সিলেট ব্যুরো : সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) চিকিৎসাধিন করোনা সন্দিগ্ধ ৩ জনের শরীরের স্যাম্পল প্রেরণ করা হয়েছে ঢাকায়।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে নতুন করে গত ২৪ ঘন্টায় ৫২ জনসহ বর্তমানে জেলার ১২টি উপজেলায় মোট ৫৫৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্য নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১৪৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলায় সর্বমোট ১৬৪৯ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল।

স্টাফ রিপোটার, গাইবান্ধা : করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনাভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ২২ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৬ জনসহ ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ২৫৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ