পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কাউখালীতে করোনাভাইরাস সন্দেহে একটি বাসাকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন স্বরূপকাঠি উপজেলা প্রকৌশলী অফিসে হিসাবরক্ষণ পদে কর্মরত মিজানুর রহমানের ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মো. সিক্ত। সে গত ১৬ মার্চ ঢাকা থেকে কাউখালী নিজ বাসায় আসে এবং গত শুক্রবার জ্বর ও কাঁশি অনুভব করলে পরদিন কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন। বিষয়টি জানাজানি হলে প্রশাসন নড়েচড়ে বসে। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন গিয়ে তার বাসায় লাল পতাকা টাঙিয়ে দেন এবং বাসার ভেতরে লোক আসা যাওয়া বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং আইইডিসিআরে যোগাযোগ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, করোনা সন্দেহে ওই বাসাটিকে লকডাউন করা হয়েছে এবং বাসায় থাকা ৪ জনকেই হোম কোয়ারেন্টাইনে বিশেষ নজরদারিতে পুলিশের পাহারায় রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।