Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খরতপ্ত চৈত্র তাপদাহে করোনা দমবে কী?

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ চলছে। তীর্যক সূর্যের তেজ আর শুষ্ক আবহাওয়ায় বাড়ছে খরতাপ। গতকাল সন্ধ্যায় সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ফরিদপুর, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ৩৭ ডিগ্রি সে.। ঢাকায় সর্বোচ্চ ৩৪.৬ এবং ২৩.৭ ডিগ্রি সে.। 

আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস মতে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। দিনের তাপমাত্রা অপরিবর্তিত ও রাতে কিছুটা কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। এরপরের ৫ দিনে বৃষ্টি বা বজ্রবৃষ্টির ঘনঘটা তৈরি হতে পারে।
এদিকে বিভিন্ন শ্রেণির মানুষের কথাবাতায় উঠে আসছে আবহাওয়ার মতিগতি নিয়ে একটি প্রশ্ন। তাপদাহে করোনাভাইরাস সংক্রমণের জোর ও আশঙ্কা কমবে কিনা? কেননা ইতোমধ্যে মিডিয়ায় বিশেষজ্ঞদের বরাত দিয়ে এমন সম্ভাবনার কথাও উঠে আসে। শীতপ্রধান দেশগুলোর চেয়ে তীব্র গরমের অঞ্চলগুলোতে করোনা ছড়ানোর শক্তি কিছু না কিছু কমে যেতেও পারে। আফ্রিকান দেশগুলোর উদাহরণও দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাপদাহ

১০ সেপ্টেম্বর, ২০২২
১৬ জুলাই, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২১
১১ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ