Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শতভাগের বেশি কৃষি ঋণ দিয়েছে ৩০ ব্যাংক

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : অর্থবছরের শুরুর দিকে কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলোর তেমন আগ্রহ না থাকলেও এখন বিতরণ বাড়ছে। চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৯৪ দশমিক ১৫ শতাংশ ঋণ বিতরণ করেছে। এ সময় পর্যন্ত শতভাগের বেশি ঋণ দিয়েছে ৩০ ব্যাংক। মূলত ব্যাংক খাতের ঋণের সামগ্রিক সুদ হারের তুলনায় কৃষি ঋণের সুদ বেশি থাকায় এ খাতে ব্যাংকগুলোর বেশ আগ্রহ তৈরি হয়েছে। চলতি অর্থবছর ব্যাংকগুলোর জন্য ১৬ হাজার ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। মে পর্যন্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ১৫ হাজার ৪৪১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় ১৩ হাজার ৬৯৮ কোটি টাকা বিতরণ হয়। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিতরণ বেশি হয়েছে এক হাজার ৭৪৩ কোটি টাকা (প্রায় ১৩ শতাংশ)। কৃষি ঋণের সর্বোচ্চ সুদ হারের সীমা সামান্য কমিয়ে আগামী জুলাই থেকে ১০ শতাংশ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে ১১ শতাংশ সুদ নির্ধারিত আছে। একটি সময় ব্যাংকগুলোর গড় সুদ হারের তুলনায় কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত এ সুদ হার অনেক কম হওয়ায় অনেক প্রতিষ্ঠান তখন কৃষি ঋণে তেমন আগ্রহ দেখাত না। তবে গত এপ্রিলে ব্যাংক খাতের গড় সুদ হার নেমে এসেছে ১০ দশমিক ৬৪ শতাংশে। এক বছর আগে যা প্রায় ১২ শতাংশ ছিল। বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এ খাতে এক টাকা বিতরণ না করলেও বিদেশি অন্য ৮ ব্যাংক শতভাগের বেশি ঋণ বিতরণ করেছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে শুধু বেসিক ব্যাংক শতভাগ বিতরণ করেছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স, ব্যাংক এশিয়া, ব্র্যাক, ইস্টার্ন, আইএফআইসি, ইসলামী, যমুনা, মেঘনা, মার্কেন্টাইল, মিডল্যান্ড, মিউচুয়াল ট্রাস্ট, এনসিসি, এনআরবি ব্যাংক লিমিটেড, ওয়ান, পূবালী, শাহ্জালাল ইসলামী, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড, দ্য সিটি, প্রিমিয়ার, ট্রাস্ট ও উত্তরা ব্যাংক শতভাগের বেশি ঋণ বিতরণ করেছে। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যাচ্ছে, চলতি অর্থবছর রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা রয়েছে ৯ হাজার ২৯০ কোটি টাকা। মে পর্যন্ত এসব ব্যাংক বিতরণ করেছে ৭ হাজার ৭৫২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৮৩ দশমিক ৪৪ শতাংশ। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ৭ হাজার ১১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয়েছে ৭ হাজার ৬৮৯ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শতভাগের বেশি কৃষি ঋণ দিয়েছে ৩০ ব্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ