Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রসববেদনায় কাতর মহিলাকে হাসপাতালে নিলেন ওসি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:২৩ পিএম

অঘোষিত লকডাউনের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে ছটফট করছিলেন তিনি। অসহায় মা দিশেহারা। হাসপাতালে নেওয়া জরুরি। মধ্যে রাতে গাড়ি পাবেন কোথায়। সাহস করে ফোন করেন থানায়। ডিউটি অফিসার ফোন পেয়েই জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তিনি তখন সড়কে রাত্রি কালীন টহলে। গাড়ি নিয়ে ছুটলেন সে বাড়ির সামনে। তাকে পৌঁছে দিলেন চমেক হাসপাতালে। রোববার রাতে নগরীর বাকলিয়া এলাকায় ঘটে এমন ঘটনা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেজাম উদ্দিন ইনকিলাবকে বলেন মানবিক এ দায়িত্ব পালন করতে পেরে আমি খুশি।
মো. নেজাম উদ্দিন বলেন, রসুলবাগ আবাসিক এলাকা থেকে এক নারী ফোন করে তার অসুস্থ মেয়েকে হাসপাতালে নিতে পুলিশের সহায়তা চেয়েছিলেন। তাৎক্ষণিক থানার গাড়ি না থাকায় আমার গাড়িতে ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসি

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ