Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিপিই তৈরী করছে নিউ জেনারেশন গার্মেন্টস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনা দুর্যোগে মানবিক কারণে পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুভমেন্টস) তৈরী করছে রাজধানীর জুরাইনের নিউ জেনারেশন ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সেনাবাহিনীর জন্য ২৫ হাজার পিপিই সরবরাহ করেছে।

নিউ জেনারেশন ফ্যাশন লিমিটেডের পরিচালক (উৎপাদন) বিমান বিহারী তালুকদার বলেন, করোনার কারণে গার্মেন্টসের উৎপাদন বন্ধ রয়েছে। এই দুর্যোগ মোকাবেলায় সারাদেশেই পিপিই’র সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্কটের কথা চিন্তা করেই মানবিক কারণে মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা পিপিই তৈরীর সিদ্ধান্ত নিয়েছি। এতে করে শ্রমিকরাও কাজের সুযোগ পাচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে সেনাবাহিনী ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য প্রায় ১২শ’ পিপিই সরবরাহ করা হয়েছে। করোনা দুর্যোগ মোকাবেলায় নিউ জেনারেশন ফ্যাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিপিই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ