Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসচ্ছল শিল্পীদের ঘরে ঘরে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছেন অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল বরাবরই মানুষের পাশে মানবিকতা নিয়ে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত বা সমষ্টিগত, যে কোনো সমস্যায় নিজের সাধ্যমতো দাঁড়ান। সম্প্রতি একটি মসজিদ সংস্কারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। এবার করোনার প্রভাবে বেকার হয়ে পড়া অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ালেন। গত ২৬ মার্চ পরিচালক-প্রযোজক এবং শিল্পী সমিতির আয়োজনে অসচ্ছল শিল্পীদের কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করতে চেয়েছিলেন এফডিসিতে। করোনায় লোক সমাগম নিষেধ তাই অভাবি শিল্পীদের ঘরে ঘরেই খাবার পৌঁছে দিচ্ছেন। এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেছেন, ‘বেকার ও অসচ্ছল ২২০ জন শিল্পীর ঘরেঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মাক্স ও হ্যান্ড ওয়াশ আমার ফ্যাক্টরির গাড়ি ও লোকজন দিয়ে ও শিল্পী সমিতির মিশা সওদাগর এবং জায়েদ খানের সার্বিক সহযোগিতায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।’ তিনি আহ্বান জানিয়ে বলেন, যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ