Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে বান্দরবানে ঘরবন্দি পাহাড়ী-বাঙ্গালীরা

খাদ্য নিয়ে নিন্ম আয়ের মানুষের বাড়িতে খোদ জেলা প্রশাসক দাউদুল ইসলাম

মোঃ সাদাত উল্লাহ, বান্দরবান থেকে | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৬:৪৪ পিএম

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘোষিত ও অঘোষিত লকডাউনে পাহাড়ী জেলা বান্দরবানের সকল শ্রেণী-পেশার প্রায় ৪লাখ মানুষ নিজ ঘরে আবদ্ধ। হাটবাজার, ব্যবসাবানিজ্য, যাববাহণ থেকে শুরু করে সকল কিছুই বন্ধ রয়েছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। নিম্ন আয়ের প্রান্তিক কৃষক থেকে শুরু সকল শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে ঘরে বেকার বসে আছে। ঘরবন্দি গরিব অসহায় মানুষগুলোর তাদের পরিবারের খাদ্য যোগান দিতে হিমশিমের মধ্যে পড়েছে। এসব মানুষের খাদ্য সংকট নিরসন ও করোনা প্রতিরোধে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন, সেনা প্রশাসন থেকে শুরু বিভিন্ন সামাজিক সংগঠন। খোদ বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম খাদ্য সামগ্রী নিয়ে অসহায় শ্রমজীবী ও প্রান্তিক কৃষক পরিবারের বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন। শারীরিক দূরত্ব বজায় রেখে তিনি নিজ হাতে অসহায় শ্রমজীবী ও প্রান্তিক কৃষকসহ সকল নিম্ন আয়ের মানুষকে বিতরণ করছেন বিভিন্ন খাদ্য সামগ্রী। শনিবার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম সদর উপজেলার গোদার পাড়, নতুনপাড়া এলাকায় বিভিন নিম্ন আয়ের গরিব অসহায় পাহাড়ী পরিবাকে ১০কেজি চালসহ তেল, ডাল, লবণ, সাবান প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, বান্দরবানের করোনার সার্বিক পরিস্থিতি ভাল। এখানে কোন করোনা রোগী সনাক্ত হয়নি। তারপরেও সতর্কতার কারণে আমরা সকল প্রকার গনপরিবহণ, হাটবাজার বন্ধ করে রেখেছি। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তারজন্য আমরা গরীব ও অসহায় দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ