Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর চার বার্তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৬:৩৭ পিএম

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে বাংলাদেশেও। বিশ্ব পরিস্থিতির তুলনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কম হলেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। এই অবস্থায় ভয়াবহ এই ভাইরাস মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে নিম্নরূপ:
করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশী এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
সুরক্ষা ও চিকিৎসা সামগ্রির ঘাটতি নেই
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পিপিই-সহ পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুদ রয়েছে।
ঢাকায় চারটি স্থানে এবং চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্য ছয়টি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনা ভাইরাসে ভীত হবেন না
করোনাবাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। আপনার পরিবারের সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। আপনি, পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।
সহনশীল ও সংবেদনশীল হোন
করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এক সংকটময় সময় অতিক্রম করছে। এ সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোনো ভোগ্যপণ্য কিনবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন। অসহায় মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৯ মার্চ, ২০২০, ৯:২৭ পিএম says : 0
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রাণপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে সঠিক নির্দেশনা দিয়েছেন এখন দেশবাসীর উচিৎ তাঁর কথা পুঙ্খানু পুঙ্খানু ভাবে মেনে চলা। তবে আমার সন্দেহ হয় দেশে ঘাপটি মেরে থাকা অপশক্তি এসব কথা শুনবেনা ও পালন করবে না। তাই আমি মনেকরি একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশনাকে আইন হিসাবে নিয়ে অতিজ্রুরী ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশ আমান্যকারিদেরকে সাথে সাথে পুলিশই হেফাজতে নিয়ে আইন অমান্য করার জন্যে যথা যথ ব্যাবস্থা গ্রহণ করা। তাহলেই দেশের বেয়ারা প্রকৃতির লোকজন যারা সর্বদা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা শায়েস্তা হয়ে সঠিক পথে চলবে। আমার খুবই বিশ্বাস প্রধানমন্ত্রীর নির্দেশ মান্য করলে আল্লাহ্‌ অবশ্যই বাংলাদেশের নাগরিকদেরকে হেফাজত করবেন। আমিন
    Total Reply(0) Reply
  • Isahaq ২৯ মার্চ, ২০২০, ১০:১৮ পিএম says : 0
    বাংলাদেশের চলমান উন্নয়নের ভিশন সফল হওয়ার সম্বাবনা খুবই কম, কারণ উন্নয়নের ভিশন যেখান থেকে শেষ হবে সেখান থেকে শুরু করা হইছে, যার কারণে কঠিন হয়ে গেছে. আর যারা ভিশন চায় তাদের হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা নাই এবং বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো ও রাজনীতিক দল গুলোকে জানে না. Good luck!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ