Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার উপসর্গসহ মৃত্যু ১ : বগুড়ায় ১০ বাড়ি লকডাউন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ খবরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ঐ গ্রামের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানিয়েছেন, সকালে খবর পাওয়ার পর মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঐ গ্রামের ১০টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে পুলিশও মোতায়েন করা হয়েছে।

মৃত ব্যক্তির নাম মাসুদ রানা ( ৫০)। তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার মুরইল গ্রামে। পেশায় ব্যবসায়ী মাসুদ রাজধানী ঢাকায় থেকে ব্যবসা করতেন। সরকার ১০ দিনের ছুটি ঘোষণার পর তিনি ২৪ জানুয়ারী বগুড়ায় আসেন। তার স্ত্রী এনজিও টিএমএসএসের কর্মী এবং তার কর্মস্থল দাড়িদহ গ্রামে হওয়ায় মাসুদ সেখানেই অবস্থান করছিলেন।
এলাকার মানুষ জানায়, ঢাকা থেকে ফেরার সময় থেকেই তিনি সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। গতকাল সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ