Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রাদুর্ভাব নিয়ে ইফায় শীর্ষ আলেমদের সভা আজ

মসজিদ বন্ধের ঘোষণা আসতে পারে!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস প্রাদুর্ভাব চলাকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদগুলো কোন প্রক্রিয়ায় চলবে সে ব্যাপারে শরীয়তের দৃষ্টিতে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরবেন শীর্ষ আলেম ওলামারা। আজ রোববার সকাল ১১টায় আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাকক্ষে ইফার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আনিস মাহমুদের সভাপতিত্বে শীর্ষ আলেম ওলামাদের সভা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক সৈকত এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইফার একটি সূত্র জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবে সউদী আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে শীর্ষ পর্যায়ের আলেমদের আজকের বৈঠকে মসজিদ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আসতে পারে! করোনাভাইরাস মহামারী থেকে রেহাই পেতে স্বাস্থ্য অধিদপ্তরের দিকনির্দেশনামূলক তথ্যাবলি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। মসজিদে সীমিত আকারে জামাত চালু থাকবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ