Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক স্বপ্ন আড্ডা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

বৈশাখী টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক স্বপ্ন আড্ডা। প্রচার হচ্ছে রাত ৯.২০ মিনিটে। টিপু আলম মিলনের গল্পের নাট্যরূপ দিয়েছেন আহসান আলমগীর। সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, হোমায়রা হিমু, এ্যানি খান, ম ম মোরশেদ, এভ্রিল, জামিল হোসেন, মিলন ভট্ট, রুমি, রাশেদ মামুন অপু, হিরা, সুজাত শিমুল প্রমুখ। স্বাপ্নিক তিন যুবকের শর্টকার্টে বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে সাজনো হয়েছে নাটকের কাহিনী। গল্পের ধারাবাকিতায় সম্পৃক্ত হয়েছে অনেক চরিত্র। হতাশাগ্রস্ত যুবকরা স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। তিন যুবকের নেতৃত্বে গড়ে ওঠে স্বপ্ন কোম্পানী লিমিটেড। কিন্তু অর্থ কষ্টের কারণে তাদের কোনো অফিস নেই। গ্রামের এক চায়ের দোকানের সামনেই ৯টা-৫টা অফিস চলে তাদের। তারা বন্ধু হলেও অফিস টাইমে অফিসিয়াল ডেকোরাম মেনটেইন করে। কখনো মুরগীর ফার্ম, কখনো করোনা ভাইরাসের মুখোশ বিক্রির প্রজেক্টসহ নানা রকম সমসাময়িক ব্যবসা দিয়ে কিভাবে শর্টকার্টে বড়লোক হওয়া যায় প্রতিনিয়ত সেই ধান্ধাই করে তারা। কিন্তু প্রতিটি প্রজেক্টই ফেল করে। কারণ তাদের কোনো কমিটমেন্ট নাই। ভালো কিছু করতে হলে কমিটমেন্ট জরুরী। এরকম আরো অনেক অসঙ্গতিই তুলে ধরা হয়েছে নাটকে।
ছবিঃ স্বপ্ন আড্ডা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ