বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
এখবরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ঐ গ্রামের ১০ টি বাড়ি লক ডাউন ঘোষনা করেছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
আলমগীর কবীর জানিয়েছেন, সকালে খবর পাওয়ার পর মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে তা' পরীক্ষার জন্য আই ই ডি সি আর এ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে ঐ গ্রামের ১০টি বাড়িকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।
সেখানে পুলিশও মোতায়েন করা হয়েছে।
মৃত ব্যাক্তির নাম মাসুদ রানা( ৫০) । তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার মুরইল গ্রামে। পেশায় ব্যবসায়ী মাসুদ রাজধানী ঢাকায় থেকে ব্যবসা করতো।
সরকার ১০ দিনের ছুটি ঘোষণার পর সে ২৪ জানুয়ারী বগুড়ায় আসে। তার স্ত্রী এনজিও টিএমএসএসের কর্মি হওয়ায় এবং তার কর্মস্থল দাড়িদহ গ্রামে হওয়ায় মাসুদ সেখানেই অবস্থান করছিল।
এলাকার মানুষ জানায়, ঢাকা থেকে ফেরার সময় থেকেই সে সর্দি কাশিতে আক্রান্ত ছিলো।
শনিবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়।