পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আক্রান্ত : ৫,৭৮,০০০ মৃত : ২৬,৪৪৭ সুস্থ : ১,৩০,৬৬৫
বৈশ্বিক মহামারিতে পরিণত হওয়া করোনভাইরাসের সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৭৮ হাজার মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এর কারণে গতকাল ২ হাজার ৩৭৯ জন মানুষের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার ৩২ জন। এদিকে যুক্তরাষ্ট্র করোনা আক্রান্তের তালিকায় এক নম্বরে উঠে এলেও একদিনে মৃতের সংখ্যায় নতুন রেকর্ড করেছে ইতালি। গতকাল সর্বোচ্চ ৯১৯ জনের প্রাণ গেছে। গতকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯৯৮ জনে। এখনও পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা ৯ হাজার ১৩৪ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্পেনেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতকাল আরো ৫৬৯ জনের মৃত্যু ঘটে মোট প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৯৩৪। আর গতকাল আরো ৬ হাজার ২৭৩ জন আক্রান্তের পর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৯ জনে। তবে বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের পরবর্তী ভরকেন্দ্র আমেরিকা। গতকাল আরো প্রায় ৮ হাজার লোকের আক্রান্তের খবর মিলেছে এবং ১৩৪ জনের প্রাণহানির পর মৃতের সংখ্যা ১ হাজার ৪২৯-তে। আক্রান্ত ৯৪ হাজার ৪২৫ জন।
গতকাল আরো উল্লেখযোগ্য মৃত্যু ঘটেছে- ব্রিটেনে ১৮১ (মোট ৭৫৯), ইরানে ১৪৪ (মোট ২৩৭৮), হল্যান্ডে ১১২ (মোট ৫৪৬), বেলজিয়ামে ৬৯ (মোট ২৮৯) এবং জার্মানিতে ৩৭ (মোট ৩০৪) জন।
এদিকে, বৃহস্পতিবার ইটালিয়ান ফেডারেশন অফ মেডিকেল প্রফেশনালস জানিয়েছে, বার্গামো, ফোগগিয়া এবং নেপলসে আরও তিনজন চিকিৎসক করোনভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন। ফলে গতকাল পর্যন্ত দেশটিতে মোট ৩৯ চিকিৎসকের মৃত্যু হল। সেখানে ৬ হাজার ২০৫ জন চিকিৎসা কর্মী করোনায় সংক্রামিত হয়েছেন বলে জানা গেছে। দেশটির অনেক হাসপাতালেই করোনা মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে।
ইতালীর একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, দেশটিতে ৭৪ হাজার ৩৭৬ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮.৩ শতাংশই করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে চিকিৎসক ফেডারেশনের সভাপতি ফিলিপ্পো অ্যানেলি বলেন, ‘আমরা প্রতিদিন যার মুখোমুখি তা হচ্ছে সত্যিকারের যুদ্ধ। চিকিৎসকদের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।’
ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে জানান, লকডাউন অগ্রাহ্য করে অপ্রয়োজনে রাস্তায় বেরোনোয় ২৫ মার্চ পর্যন্ত ১ লাখ ১০ হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের প্রত্যেকে ২০০ ইউরো করে জরিমানা দিতে হবে। তিন থেকে ছয়মাসের হাজতবাসও হতে পারে। ইতালিতে ৩ এপ্রিল পর্যন্ত লকডাউন রয়েছে। যা পরিস্থিতি, তাতে লকডাউন বাড়ানো হতে পারে।
সূত্র : ডেইলি মেইল, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।