বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : জেলার সদর ও দামুড়হুদা উপজেলার সরকারি মহিলা কলেজ পাড়া ও জয়রামপুর কলোনি পাড়ায় স্বামী -স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মুদি ব্যবসায়ী গোলাম হোসেন (৪৪), তার স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও কৃষক নুর আলম (২৭)। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাযায়, বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলা শহরের মহিলা কলেজ পাড়ার মৃত মোরশেদ আলমের ছেলে গোলাম হোসেন কেদারগঞ্জ পৌর মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলো। বাড়ির গেটের কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ৭/৮ জন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপাতে থাকে। তার চিৎকারে স্ত্রী কোহিনুর বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গোলাম হোসেনের অবস্থা অবনতি হলে তাকে বৃহস্পতি বার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, কি কারণে তাকে কুপিয়েছে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত আবুল হালসানার ছেলে কৃষক নুর আলম স্থানীয় রেলস্টেশন সংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে কলোনি পাড়া নামক স্থানে পৌঁছায়। এসময় ৫/৬ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।