Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় পুরোহিতসহ তিনজনকে আইএস-জেএমবি’র হত্যার হুমকি

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার তালা উপজেলায় জেএমবি ও আইএস পরিচয়ে পুরোহিতসহ তিনজনকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া কালীমন্দিরে পাওয়া ওই চিঠিতে পুরোহিত তপন চক্রবর্তীকে হত্যার হুমকি দেয়া হয়। একই সঙ্গে ওই চিঠিতে সোমনাথ লাহেড়ী ও মোহনলাল চক্রবর্তী নামে আরো দুইজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।পুরোহিত তপন চক্রবর্তী জানান, চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনকে বিষয়টি জানানো হয়।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ