Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে নারী সবজি বিক্রেতাকে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে নার্গিস বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার টঙ্গীর এরশাদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নার্গিস ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী।টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় কামাল মিয়ার বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন সবজি বিক্রি করতেন নার্গিস বেগম। প্রতিদিনের মতো রাতে দুই মেয়ের (১০-১২ বছর) সঙ্গে ঘুমাতে যান নার্গিস। দুর্বৃত্তরা রাত ১২টার দিকে ঘরে ঢুকে বটি-দা দিয়ে নার্গিসকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি-দা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তদন্তের পর তা বলা যাবে বলে জানান এসআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ