প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সকাল আহমেদ’র পরিচালনায় আগামী ঈদে মাছরাঙ্গা টিভিতে প্রচারের জন্য একটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও অর্ষা। নাটকটির নাম ‘আজও সেই তুমি’। এটি রচনা করেছেন রাজীব আহমেদ। মূল গল্প তানজিলা আহমেদ’র। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘ছোট্ট একটি ইস্যু নিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়। স্বামী জানে স্ত্রী মা হতে পারবে না। কিন্তু স্বামী যে বিষয়টি জানে, সেটা স্ত্রীকে স্বামী বুঝতে দিতে চায়না কোনভাবেই। স্ত্রী নিজের বিষয়টি জানে না। ফলে সে সন্তান নিতে চায়। এ নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর রাগারাগি ও ভুলবুঝাবুঝি হয়। এক সময় তৃতীয় একজন মানুষের কাছ থেকে স্ত্রী জানতে পারে বিষয়টি। এমনই মনস্তাত্বিক দ্বনে্দ্বর গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। মিলন বরেন, সকাল আহমেদের কাজ সবসময়ই খুব ভালো হয়, যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা থাকে। এই নাটকটিও যত্ন নিয়ে করেছে। আর অর্ষা’র সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার। এ কারণে পর্দায় অভিনয়ও জমে উঠে।’ অর্ষা বলেন, ‘মিলন ভাই খুব ন্যাচারাল অ্যাক্টিং করেন। তার সঙ্গে অভিনয় করতে আমি অন্যরকম আনন্দ পাই। কারণ সহশিল্পীর সঙ্গে যদি ভালো বোঝাপড়া থাকে, তাহলে অভিনয় জমে উঠে। মিলন ভাইয়ের ক্ষেত্রে ঠিক তাই হয়। আর সকাল ভাইয়ের নির্মাণ শুরু থেকেই আমার ভীষণ ভালো লাগে। যদিও এখন বাজেট অনেক কমে গেছে। তারপরও সীমাবদ্ধতার মাঝেই সকাল ভাই এই নাটকটি বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।